Header Ads

ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশন সংক্রান্ত মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ ৭ দিন বাড়ল!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু বিতর্ক আছে। এখনও বহু হবু পরীক্ষার্থীদের ভাগ্য আদালতের রায়ের উপর নির্ভর করছে। কবে সেইসব মামলার নিষ্পত্তি হবে তার উত্তর জানা নেই হবু শিক্ষকদের।
এইরকম এক মামলার শুনানি ছিল আজ।


আজ, সোমবার আদালতে ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। ৮০৩ জন রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের মধ্যে প্রায় ২৫০ জন মহামান্য হাইকোর্টের ১৭ নম্বর কোর্টে পূর্বনির্ধারিত তালিকাভুক্ত কেস নম্বর ২০ শুনানির জন্য হাইকোর্টে উপস্থিত ছিলেন।  দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ মাননীয়া বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বাদী বিবাদী পক্ষের শাওয়াল শোনার পর খুব অল্প সময়ের মধ্যেই আগামী ৭ দিনের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়িয়ে দেন।
তারপর বেশিরভাগ ক্যান্ডিডেট হাইকোর্টের ১৭ নম্বর কোটের সম্মুখে অবস্থান বিক্ষোভ দেখায় এবং পরবর্তী সময়ে হাইকোর্টের কর্মরত পুলিশের সহযোগিতায় হাই কোর্টের রেজিস্টারের সঙ্গে দেখা করার অনুমতি মেলে। এই সাক্ষাতের পর জানা যায় যে আগামী সোমবার উপরিউক্ত কেস দুইটির (WP 944(W) and  WP 947(W))কোন একটা রায়দান যাতে হয় তার সুবন্দোবস্ত করবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.