Header Ads

দল-নেত্রীর 'ইভিএম কারচুপি' উড়িয়ে দলের পরাজয় মানলেন শুভেন্দু!

নজরবন্দি ব্যুরো: তৃণমূল সুপ্রিমোর নির্দেশে জনসংযোগ যাত্রা-র দ্বিতীয় দিনে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মিছিলে পা মেলালেন তৃণমূল নেতা ও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার বিকেলে বাঁকুড়ার পাত্রসায়র থেকে হলুদপানির মোড় পর্যন্ত এই পদযাত্রা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

এবারের লোকসভা ভোটে বাঁকুড়ার দু-টি কেন্দ্রই ফুটেছে পদ্ম। এই অবস্থায় এই জেলায় দলীয় অবজারভারের দায়িত্ব থেকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেন তৃণমূল নেত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব তুলে দেন তাঁর বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর কাঁধে। তিনি এই জেলার সাংগঠনিক অবজারভারের দায়িত্ব পাওয়ার পর ২০২১ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলকে চাঙ্গা করতে বেশ উদ্যোগী। এখন লোকসভা ভোটের পরাজয়ের কথা ভুলে গিয়ে আগামী বিধানসভা ভোটে এই জেলায় দলকে ফের ঘুরে দাঁড় করানোর কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু।

এই কর্মসূচি উপলক্ষে এক পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজনৈতিক হিংসায় কখনো, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা ঘরছাড়া হননা। ঘরছাড়া হন গরীব সাধারণ মানুষ। সব দলের রাজনৈতিক কর্মসূচী পালিত হবে।
লোকসভা ভোটে জেলায় দলের পরাজয় স্বীকার করেও তিনি বলেন, এই ভোটের পরেও আমরা রাজ্যে প্রধান রাজনৈতিক শক্তি। এখনও ভেঙে পড়ার কিছু নেই। উল্লেখ্য শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ লোকসভার ফলাফল প্রকাশের পরে দল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম কারচুপিকেই দোষারোপ করেছিলেন। এর পাশাপাশি এই জেলার দলের সমস্ত কার্যালয় খোলার ব্যাপারে কর্মী সমর্থকদের উৎসাহিত করেন এই মন্ত্রী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.