গৌতম দেবের কথা মিলতে চলেছে, বাঁচতে এবার আলিমুদ্দিনে যাবেন মুখ্যমন্ত্রী! বিস্ফোরক সৌমিত্র খাঁ
নজরবন্দি ব্যুরো: একসময় তৃণমূলের টিকিটে ভোটে জিতেছিলেন সৌমিত্র খাঁ। এবার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। বিষ্ণুপুর থেকে জিতেও গিয়েছেন। সেই সৌমিত্র খাঁ এদিন বেশকিছু গুরুত্বপূর্ণ অভিযোগ করেন, কাটমানির জন্য বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজে আটকে আছে। তৃণমূলের লোকজন প্রকল্পের টাকা খেয়ে নিয়েছে। সে কারণে কাজ হচ্ছে না।
এর পিছনে ভাইপোর মদত রয়েছে বলেও অভিযোগ সৌমিত্রর।
দু-দিন আগে বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,"সিপিআই(এম), কংগ্রেস দেশকে ধ্বংস করবে, আমি বিশ্বাস করি না। বিজেপি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে"। এরপরই আবদুল মান্নান ও সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি বলেন,"আমাদের একসাথে প্রতিরোধ গড়া দরকার। বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি সৎ''। মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরে জোট জল্পনার প্রসঙ্গ চলে আসে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাম-কংগ্রেস।
জোট-জল্পনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করেছি অনেক দিন।
আমি ওনাকে বেশ ভাল করেই চিনি। উনি বিপদে পড়লে সবাইকে কাছে ডাকেন। দরকার ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দেন। সিপিআই(এম), কংগ্রেসকেও বিপদে পড়ে ডাকছেন এখন। গৌতম দেবের কথাই সত্যি হল। উনি বাঁচার জন্য এবার আলিমুদ্দিনে যেতে চলেছেন"। প্রসঙ্গত, কয়েক বছর আগে সিপিআই(এম) নেতা গৌতম দেব মন্তব্য করেছিলেন, বাঁচার জন্য মমতাকে একদিন আলিমুদ্দিনে আসতেই হবে।
এর পিছনে ভাইপোর মদত রয়েছে বলেও অভিযোগ সৌমিত্রর।
দু-দিন আগে বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,"সিপিআই(এম), কংগ্রেস দেশকে ধ্বংস করবে, আমি বিশ্বাস করি না। বিজেপি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে"। এরপরই আবদুল মান্নান ও সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি বলেন,"আমাদের একসাথে প্রতিরোধ গড়া দরকার। বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি সৎ''। মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরে জোট জল্পনার প্রসঙ্গ চলে আসে। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাম-কংগ্রেস।
জোট-জল্পনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করেছি অনেক দিন।

No comments