ইস্টবেঙ্গল দিবসে আমন্ত্রণ জানানো হল কপিলকে।
নজরবন্দি ব্যুরোঃ এবারে শতবার্ষিকীর জন্য ইস্টবেঙ্গল দিবস জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছেন ক্লাব কর্তারা। সেইমতো নামীদামি তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রতি বছরই ইস্টবেঙ্গল দিবসে তারকার মেলা বসে। তবে এবার আরও জাঁকজমক ভাবে হবে এই অনুষ্ঠান। আর তাঁর জন্য এবার আমন্ত্রণ জানানো হল প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ কে।
কপিলের তরফে আসার ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত পায়নি ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, আজ, শুক্রবার কপিল কর্তাদের জানাবেন তিনি অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন কিনা। ১ আগস্ট কপিল আসতে রাজি হয়ে গেলে তা অবশ্যই চমক হবে। কপিল ছাড়া অন্যান্য কিংবদন্তিদেরও আনার চেষ্টা করা হচ্ছে।
কপিলের তরফে আসার ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত পায়নি ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, আজ, শুক্রবার কপিল কর্তাদের জানাবেন তিনি অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন কিনা। ১ আগস্ট কপিল আসতে রাজি হয়ে গেলে তা অবশ্যই চমক হবে। কপিল ছাড়া অন্যান্য কিংবদন্তিদেরও আনার চেষ্টা করা হচ্ছে।

No comments