Header Ads

সারদা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, জেরার মুখে রাজ্য পুলিশের আর এক অফিসার

নজরবন্দি ব্যুরো: সারদা কাণ্ডে জেরবার রাজ্যের শাসক দল। ফের সারদা -কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। রাজ্য সরকারের অধীনে গঠিত সিটের তদন্তকারী অফিসারকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
জানা গিয়েছে দিলীপ হাজরা সারদার তদন্তকারী অফিসার ছিলেন। সারদার তদন্তের একেবারে গভীরে পৌঁছতেই তাঁকে দফায় দফায় জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সিটের সদস্য হিসাবে তাকে কি কাজ করতে হয়েছে, উপরতলার পুলিশ কর্মীরা তাকে কি নির্দেশ দিয়েছিল, লাল ডায়েরি ও পেন-ড্রাইভ সম্বন্ধে তিনি কিছু জানেন কিনা তা নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে।

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরিয়েছিল সিবিআই।
গত সোমবারই তাকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা না দিয়ে সাতদিনের সময় চেয়ে নেন। এদিকে সিবিআইয়ের তলব পেয়ে আইপিএস অর্ণব ঘোষও পর পর দুদিন সিজিও কমপ্লেক্সে আসেন। তাকে জেরা করা হয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.