২০২২ বিশ্বকাপে মেসিকে কি পাওয়া যাবে? উত্তর দিলেন খোদ মেসি।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন পরেই কোপা অ্যামেরিকা। মাঠে নামবেন লিওনেল মেসি। শুধু মেসি নয় মেসি সহ গোটা আর্জেন্টাইন ফুটবল দল।একগুচ্ছ নতুন প্লেয়ার নিয়ে দল গড়েছেন কোচ লিওনেল স্কালোনি। ফলে কিছুটা চাপ থাকলেও আশা করা যায় গোটা দল স্বচ্ছন্দেই ফুটবল খেলবে।
চলতি মরশুমে দারুন ফর্মে লিওনেল মেসি। লা লিগা জিতেছেন বার্সেলোনার জার্সি গায়ে।
চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল ড়ে জয় না করতে পারলেও তাঁর পারফরম্যান্সের কোনও ঘাটতি ছিলনা। জাতীও দলের হয়ে সেভাবে বড় কোন সাফল্য নেই মেসির। ২০২২ বিশ্বকাপে মেসিকে কি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে মেসি বলেন " আমি জানিনা যে কাতার বিশ্বকাপ পর্যন্ত আমি যেতে পারব কি না! ঈশ্বর সবকিছু নির্ধারণ করবেন"। " শারীরিক ভাবে আমি এখন খুবই সক্ষম, আমি এখন ৩২ বছর বয়সী, আমি জানিনা যে ইহা কিভাবে যাবে"। তিনি আরও বলেন "অনেক কিছুই হতে পারে, তবে আমার তেমন কোনও চোট নেই"। "আর্জেন্টিনার জার্সি গায়ে আমি ট্রফি জিততে চাই, যদি না হয়, যতবার সম্ভব চেষ্টা করে যাব"।
চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল ড়ে জয় না করতে পারলেও তাঁর পারফরম্যান্সের কোনও ঘাটতি ছিলনা। জাতীও দলের হয়ে সেভাবে বড় কোন সাফল্য নেই মেসির। ২০২২ বিশ্বকাপে মেসিকে কি পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে মেসি বলেন " আমি জানিনা যে কাতার বিশ্বকাপ পর্যন্ত আমি যেতে পারব কি না! ঈশ্বর সবকিছু নির্ধারণ করবেন"। " শারীরিক ভাবে আমি এখন খুবই সক্ষম, আমি এখন ৩২ বছর বয়সী, আমি জানিনা যে ইহা কিভাবে যাবে"। তিনি আরও বলেন "অনেক কিছুই হতে পারে, তবে আমার তেমন কোনও চোট নেই"। "আর্জেন্টিনার জার্সি গায়ে আমি ট্রফি জিততে চাই, যদি না হয়, যতবার সম্ভব চেষ্টা করে যাব"।

No comments