Header Ads

কেন রাহুল গান্ধী লোকসভাতে ভালো ফল করতে পারেননি? কারণ জানালেন বাবা রামদেব।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনে দেশ জুড়ে কংগ্রেসের ফল খুব খারাপ হয়েছে এই কথা এখন আর কারো অজানা নেই। কেন এই খারাপ ফল? তানিয়ে নানা মুনি নান মত দিয়েছেন। আর এবার ফল খারাপের কারণ জানালেন যোগ গুরু বাবা রামদেব। যা নিয়ে চলছে জোর চর্চা।২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগে রামদেব জানিয়েছন কেন রাহুল গান্ধী ভালো ফল করতে পারেননি। তিনি বলেন, মোদি জনসাধারণের মধ্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা ও উপকারিতা ছড়িয়ে দিয়েছেন।
 তিনি প্রশংসা করেছেন নেহরুজি ও ইন্দিরাজিরও। তাঁরাও যোগব্যায়াম করতেন এবং সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। কিন্তু রাহুল গান্ধী যোগব্যায়াম করেননি বলেই হারছেন, সাফল্য পাচ্ছেন না। প্রসঙ্গত বলে রাখা ভালো কিছু দিন আগে এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে রামদেব বলেছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও নিয়মিত যোগব্যায়াম করেন। এখন তিনি বলছেন, রাহুল যোগাসন করেননি, তাই হারছেন। তার কারণ সহনশীলতার পাঠ শেখেননি তিনি। কন্তা সত্যি তা বাবাই জানেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.