Header Ads

সিন্দুর ফতেয়া ইস্যুতে এবার নিজের অবস্থান জানালেন নুসরত। কি বললেন অভিনেত্রী সাংসদ?

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত জাহান ও নিখিল জৈন। তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈন-এর সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন নুসরত জাহান। ধুমধামের সঙ্গে পালন হয়েছে তাঁর বিবাহের অনুষ্ঠান। আর সেই সংক্রান্ত ছবিও সোশ্যাল মডিয়ার দৌলতে ভাইরাল। আর তাতেই বেজায় চটেছে উত্তরপ্রদেশের দারুম উল দেওবন্দ। এবার তাঁদের নিশানায় টলি অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান। মূলত নিজ ধর্মবাদে অন্য ধর্মে বিয়ে করার জন্য ও মাথায় সিঁদুর পরার জন্য ক্ষোভে ফেটে পড়েছেন দারুম উল দেওবন্দ সংগঠনের প্রতিনিধি ও সমর্থকরা।
 তাঁরা এও জানিয়েছেন নুসরতের উচিত ছিল নিজের ধর্মের কারোর সঙ্গে বিয়ে করা। পাশাপাশি তাঁরা এটাও জানিয়েছেন এই বিয়েকে ইসলামের ভাষায় নাকি 'হারাম' বলে। এরই সঙ্গে তাঁরা জানিয়েছেন নুসরত গলাতে মঙ্গলসূত্র ও সিঁদুর পরে বড় ভুল কাজ করেছেন। এই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এই ঘটনায় নুসরতের পাশে দাঁড়ান বিজেপি সাংসদ তথা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এবার এই ফতোয়া নিয়ে নিজের অবস্থান ব্যাক্ত করলেন নুসরত নিজে।
 তিনি সোশ্যাল মিডিয়াতে বলেন তিনি এখনও ইসলামে বিশ্বাসী। তবে এক ঐকব্যবদ্ধ ভারতের প্রতিনিধি তিনি। যে ভারত ধর্ম, জাতির ভেদাভেদ মানেনা। অপরদিকে অভিষেক মনু সিংভির দাবি, নুসরতের যথেষ্ট অধিকার রয়েছে নিজের ইচ্ছেতে বিয়ে করার। আইনজীবী মুন সিংভির দাবি কোনও মতেই কোনও আইন ভঙ্গ করেননি নুসরত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.