Header Ads

চুঁচুড়ায় তৃণমূল নেতা খুনে আটক ১, বনধে শুনশান গোটা এলাকা

নজরবন্দি ব্যুরো: গতকাল ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনের প্রতিবাদে অজ রবিবার বনধে স্তব্ধ চুঁচুড়া। শনিবার সকাল ব্যান্ডেল স্টেশনের কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান রীতু সিংয়ের স্বামী দিলীপ রাম।
আজ সকাল থেকে ব্যান্ডেল ও চুঁচুড়ায় অধিকাংশ দোকান বন্ধ।
ব্যান্ডেল বাজার, বালির মোড়, চকবাজার, রবীন্দ্রনগর বাজার ও খড়ুয়া বাজারে এই বনধের প্রভাব চোকে পড়ার মতন। গতকাল থেকে চুঁচুড়া বনধের কথা প্রচার করছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার প্রধান বাস-স্ট্যান্ড থেকে কোনও দূরপাল্লার বাস বা ট্রেকার ছাড়েনি।


এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দিলীপ রামকে খুন করার জন্য রীতিমতো পরিকল্পনা করা হয়েছিল। আততায়ীরা ছিল যাত্রীদের মধ্যেই। কয়েকদিন আগে ঝাড়খণ্ড থেকে ফোনে খুনের হুমকি দেওয়া হয় দিলীপ রামকে।
ফলে মনে করা হচ্ছে ঘটনার পেছনে ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগাযোগ থাকতে পারে।

যদিও এই ঘটনায় অভিযোগের তির বিজপির দিকে। এলাকার বিধায়ক অসিত মজুমদার বলেন, ঘটনার সঙ্গে অবশ্যই বিজেপি জড়িয়ে রয়েছে। খুনের সঙ্গে যোগাযোগ রয়েছে বিজু পাসোয়ানের। অপরদিকে গোটা ঘটনাটিকে তৃণমূলের ভেতরের গোলমাল বলে মন্তব্য করেছে বিজেপি। টাকাপয়সা নিয়ে গোলামালের জেরে তৃণমূলের নেতাকে খুন হতে হলে বলে মন্তব্য করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.