Header Ads

আসছে দিন কাটমানি ফেরত দিন! গিটার হাতে বিস্ফোরক নচিকেতা। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ কাটমানি আর তোলাবাজির টাকা ফেরত দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ঘষনার পরেই ঝড় উঠেছে রাজ্য জুড়ে। জেলাত জেলায় তান্ডব চলছে তৃণমূল নেতাদের ঘিরে। কোথাও কাউন্সিলরদের ওপর চড়াও হচ্ছেন সাধারণ মানুষ তো কোথাও চাকরি পেতে টাকা নেওয়া তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করছেন চাকুরি প্রার্থীরা।
কার্যত নজিরবিহীন অবস্থা রাজ্য জুড়ে। নবান্নে খোলা হয়েছে হেল্প ডেস্ক, সহস্রাধিক আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে সেখানে। এই অবস্থায় আবার প্রতিবাদীর ভূমিকায় আবার দেখা গেল নচিকেতাকে। গিটার হাতে গাইছেন নচিকেতা আসছে দিন কাটমানি ফেরত দিন!!
দেখুন সেই গান... 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.