Header Ads

শিক্ষক-সরকারি কর্মীদের মন পেতে পুজোর আগেই জোড়া সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ সাম্প্রতিক নির্বাচনের ফলে দেখা গেছে রাজ্যজুড়ে সরকারি কর্মীরা অনাস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের প্রতি। প্রায় সব কটি আসনেই পোস্টাল ব্যালটে মুখ থুবড়ে পড়েছে ক্ষমতাশীন দল। কিন্তু এমন বিপর্যয় কেন ঘটল? কারন খুঁজে পেতে বেশি সময় লাগেনি ওয়াকিবহাল মহলের। ডিএ, পে কমিশন, যোগ্যতা অনুযায়ী বেতন ইত্যাদি বহুবিধ অপ্রাপ্তির ক্ষোভ ঝরে পড়েছে ভোট বাক্সে। এবার সেই ক্ষোভ প্রশমন করতে সচেষ্ট হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
গতকাল প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে একটা স্কেল বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি এই দূর্গাপুজোয় সরকারি কর্মী ও শিক্ষকদের জোড়া সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী।
পে কমিশন নিয়ে চেয়ারম্যান অভিরূপ সরকার জানিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রীর নিকট।
তিনি মুখ্যমন্ত্রী কে জানিয়ে দিয়েছেন বেতন কমিশনের রিপোর্ট তৈরি। সূত্রের খবর ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট আগষ্ট মাসের শুরুতেই জমা করে দেবেন তিনি। বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ার পরে অর্থ দফতর “ইমপ্লিমেন্টেশন কমিটি” তৈরি করবে। সেই কমিটি মাসখানেকের মধ্যে রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স (রোপা), ২০১৯ প্রকাশ করে দিলে পুজোর মধ্যেই নতুন বেতন কমিশন চালু করে দেওয়া সম্ভব বলে দাবি করেছেন নবান্নের শীর্ষ কর্তাদের একাংশ।
সূত্র আরও জানাচ্ছে লোকসভার ড্যামেজ কন্ট্রোল করার জন্যে কিছুটা নরম মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রীও। সম্ভবত ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা মিলতে চলেছে চলতি বছরে পুজোর আগেই কার্যকর হবে জানুয়ারী ২০২০তে! অন্যদিকে দূর্গাপুজোর সময় সরকারি কর্মীদের ছুটি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী বলে খবর সূত্রের। এই বছর দূর্গাপুজোর সময় রাজ্য সরকারি কর্মীরা অতিরিক্ত চার দিন ছুটি পেতে পারেন। কাজেই সব ঠিক থাকলে ছুটি আর পে কমিশন দুটোই মিলতে পারে এই বছর পুজোতেই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.