Header Ads

জঙ্গি হানা হতে পারে কলকাতার স্কুল লা মার্টিনিয়ার-তে

নজরবন্দি ব্যুরোঃ জঙ্গি হানা হতে পারে কলকাতার অভিজাত স্কুল লা মার্টিনিয়ার-এ। এমনি খবর সিআইএসএফ এর অডিট রিপোর্টে উঠে এসেছে। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠিক, তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে সিকিওরিটি অডিটের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফকে। ছয় মাস ধরে কাজ চলে লা মার্টিনিয়ার ফর বয়েজ ও গার্লসে। অডিট রিপোর্টে সিআইএসএফ জানিয়েছে, স্কুলের চারপাশের প্রাচীর খুব একটা উঁচু নয়।
 রাতে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। স্কুলের ভিতরে নজরদারিও যথেষ্ট নয়। এছাড়া সিসিটিভির নজরদারিও যথেষ্ট নয়। মেটাল ডিটেক্টর কিংবা হ্যান্ড ডিটেক্টরও ব্যবহার করা হয় না। সূত্রের খবর বিষয়টি নিয়ে মঙ্গলবার ডিসি সাউথের সঙ্গে বৈঠক হয় স্কুল কর্তৃপক্ষের। তবে স্কুল কর্তৃপক্ষ সিআইএসএফ-এর অডিট রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। উঁচু করা হবে স্কুলের দেওয়াল। স্কুলের ভিতরের আরও বেশি জায়গা সিসিটিভির আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.