Header Ads

অবশেষে মেহুল চোকসিকে দেশে ফেরাচ্ছে ভারত।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মেহুল চোকসির প্রত্যর্পণে রাজি অ্যান্টিগা সরকার। তাঁর উপর এতদিন যে রক্ষা কবজ ছিল তা এবার তুলেনিল সেই দেশের সরকার। গীতাঞ্জলি জেমসের কর্ণধার চোকসি আপাতত বিজনেসম্যান সিটিজেন হিসেবে অ্যান্টিগাতেই রয়েছেন। কয়েকদিন আগে অ্যান্টিগার নাগরিকত্ব পাওয়ার চোকসির আবেদন নিয়ে বিতর্ক দেখা দেয়। গত বছরের গোড়ার দিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা কেলেঙ্কারির সঙ্গে জুড়ে গিয়েছিল হীরে ব্যবসায়ী মেহুল চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদির নাম।
২০১৮ সালে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগার নাগরিকত্ব পান মেহুল। যেহেতু অ্যান্টিগার সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই তাই আইনের হাত এড়াতেই এই পথ নেন গীতাঞ্জলি জেমসের কর্ণধার। যদিও পলাতক চোকসিকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক স্তরে অ্যান্টিগা সরকারের উপর চাপ বাড়ায় ভারত। এবং তার ফল হিসেবে অ্যান্টিগার প্রধানমন্ত্রী বলেছেন, আইনি প্রক্রিয়ার পর চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। সব কিছু ঠিক করে মেহুল কে দেশে আনতে পারলে এই ঘটনা যে মোদী সরকারের বড়সড় সাফল্য হবে তা মনে করছেন বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.