তুই তৃণমূলে আছিস কেন রে, বিজেপি-তে চলে যা, সব্যসাচীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজ থেকে নামছিলেন, তখনই সামনে এসে দাঁড়ান বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।
বিশেষ সূত্রের খবর, এত বিতর্ক যাকে নিয়ে , তাঁকে দেখেই দাঁড়িয়ে পড়েন নেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই তুই তৃণমূলে আছিস কেন রে? বিজেপি-তে চলে যা...।
উপস্থিত নেতারাও তখন সব্যসাচী আর মমতার দিকে তাকিয়ে। জানা গিয়েছে সব্যসাচী নাকি তখন মৃদু স্বরে বলেন, কেন দিদি। মমতা তখন বলেন, বাড়িতে ডেকে মুকুলকে লুচি-আলুরদম খাওয়াচ্ছিস। একসঙ্গে লোকনাথ বাবার উৎসবে যাচ্ছিস। আমি কিছুই জানিনা ভাবছিস? তখন সব্যসাচী মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, বাড়িতে মুকুলদা এমনিই চলে এসেছিলেন।
আর লোকনাথ বাবার উৎসবটা তিনি জানতেন না মুকুলদা যাবেন। এ কথা শুনে মমতা আরও খানিকটা রেগে গিয়ে বলেন, আমি জানি তুই ওঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখিস। আমারও কাছে সব খবর আছে। তুই এখন নিজেকে খুব চালাক ভাবছিস। যদিও এই প্রসঙ্গে সব্যসাচী বলেন, "এমন কোনও ঘটনাই ঘটেনি।"
বিশেষ সূত্রের খবর, এত বিতর্ক যাকে নিয়ে , তাঁকে দেখেই দাঁড়িয়ে পড়েন নেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই তুই তৃণমূলে আছিস কেন রে? বিজেপি-তে চলে যা...।
উপস্থিত নেতারাও তখন সব্যসাচী আর মমতার দিকে তাকিয়ে। জানা গিয়েছে সব্যসাচী নাকি তখন মৃদু স্বরে বলেন, কেন দিদি। মমতা তখন বলেন, বাড়িতে ডেকে মুকুলকে লুচি-আলুরদম খাওয়াচ্ছিস। একসঙ্গে লোকনাথ বাবার উৎসবে যাচ্ছিস। আমি কিছুই জানিনা ভাবছিস? তখন সব্যসাচী মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, বাড়িতে মুকুলদা এমনিই চলে এসেছিলেন।
কোন মন্তব্য নেই