১৭তম লোকসভার স্পিকার হতে চলেছেন ওম প্রকাশ বিড়লা।
নজরবন্দি ব্যুরোঃ জল্পনা উড়িয়ে অবশেষে ১৭তম লোকসভার স্পিকার হতে চলেছেন ওম প্রকাশ বিড়লা। তাঁকেই স্পিকার পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজই স্পিকার পদে নিজের মনোনয়ন পেশ করবেন তিনি। প্রোটেম স্পিকার হিসেবে গতকাল শপথ নেন বিজেপি-সাংসদ বীরেন্দ্র কুমার।
প্রোটেম স্পিকারই এবার স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের কাজ পরিচালনা করবেন।মানেকা গান্ধী-র নাম উঠে আসছিল স্পিকার হিসেবে। কিন্তু, শেষ অবধি ৫৬ বছর বয়সী রাজস্থানের জনপ্রিয় নেতা ওম বিড়লাকে লোকসভার স্পিকার পদে বেছে নিয়েছে বিজেপি।
প্রোটেম স্পিকারই এবার স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের কাজ পরিচালনা করবেন।মানেকা গান্ধী-র নাম উঠে আসছিল স্পিকার হিসেবে। কিন্তু, শেষ অবধি ৫৬ বছর বয়সী রাজস্থানের জনপ্রিয় নেতা ওম বিড়লাকে লোকসভার স্পিকার পদে বেছে নিয়েছে বিজেপি।

No comments