Header Ads

৬ মাস পরে এমনিই পড়ে যাবে তৃণমূল সরকার। দিদিমণির বাজার শেষ: অর্জুন সিং

নজরবন্দি ব্যুরো: জল্পনাকে সত্যি করে সোমবার বিজেপিতে নাম লিখিয়েছেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। দিল্লিতে বিজেপির সদর দফতরে তৃণমূলের ১২ কাউন্সিলর সহ দল বদল করেন এই নেতা।

সোমবার বিজেপিতে যোগ দেবার পরে সুনীল সিং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ করেন।
সেই সঙ্গে তিনি সিন্ডিকেট রাজকেও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চালাচ্ছেন, যেভাবে ছেলেরা উৎপাত করছে, রাজ্যের গরীব মানুষকে বাড়ি করতে দিচ্ছে না, একটা বাড়ি করতে গেলে সিন্ডিকেটকে টাকা দিতে হবে, এটা আর মানা যাচ্ছে না। তাই বিজেপিতে যোগ দিলাম।
তিনি আরও বলেন, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকে দল তার পিছনে লেগেছে।
গতকাল পর্যন্ত তিনি তৃণমূল করেছেন। তাই তাঁর প্রশ্ন, 'আমি নোয়াপাড়া বিধানসভা থেকে জিতেছি, আমি গদ্দার নাকি যাকে উনি প্রার্থী করেছেন সে গদ্দার? আমি ভালো ছিলাম বলেই নোয়াপাড়াতে তৃণমূল জিতেছিল।'

বিজেপিতে সুনীল সিংয়ের যোগদান প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, 'সুনীল সিংয়ের সঙ্গে আগে রাজনৈতিক সম্পর্ক, তারপর তিনি আত্মীয়। এখনি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই রাজ্যে। ৬ মাস পরে এমনিই পড়ে যাবে এই তৃণমূল সরকার। দিদিমণির বাজার শেষ।' 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.