ব্যাট হাতে তাণ্ডব চালাল কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশ। পরে গ্রেফতার।
নজরবন্দি ব্যুরোঃ পুরসভার অফিসারকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ছেলেআকাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে বাবা-ছেলে এবং তাঁদের দল। আকাশ আবার মধ্যপ্রদেশ রাজ্যের বিধায়কও। যাঁকে ক্যামেরায় দেখা গিয়েছে, পুরসভার আধিকারিককে বেধড়ক মারধর করছেন।
অবশেষে বিকেলে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস।বুধবারই আকাশকে ইন্দোর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর এদিন ইন্দোরে জবরদখল উচ্ছেদ করতে গিয়েছিলেন পুরকর্মীরা।প্রবল বচসার মাঝে ব্যাট নিয়ে তাড়া করেন কৈলাস বিজয়বর্গীর বিধায়ক পুত্র। আকাশের সঙ্গে যোগ দেন তার অনুগামীরা। পুলিস বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি। ব্যাট হাতে তুলকালাম কাণ্ড করেন কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়। •
অবশেষে বিকেলে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস।বুধবারই আকাশকে ইন্দোর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর এদিন ইন্দোরে জবরদখল উচ্ছেদ করতে গিয়েছিলেন পুরকর্মীরা।প্রবল বচসার মাঝে ব্যাট নিয়ে তাড়া করেন কৈলাস বিজয়বর্গীর বিধায়ক পুত্র। আকাশের সঙ্গে যোগ দেন তার অনুগামীরা। পুলিস বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি। ব্যাট হাতে তুলকালাম কাণ্ড করেন কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়। •

No comments