Header Ads

এবার রাজ্যে পুরোহিতদের ভাতা দেওয়ার ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম!

নজরবন্দি ব্যুরো: তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরেই সংখ্যালঘু সমাজ অর্থাৎ ইমাম, মোয়াজ্জেমদের জন্যে বিশেষ ভাতা দেবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে।
অনেকে সংখ্যালঘুদের ভাতা দেবার অধিকার রাজ্য সরকারের আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। অবশেষে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্তও।

কেন শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সমাজকেই এই সুবিধা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে পুরোহিতদের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি হয়। কেন তাঁরা এই সুবিধা পাবেন না তা নিয়ে আন্দোলন-বিক্ষোভ নামতে দেখা গিয়েছে তাঁদের।
এই অবস্থায় এবার পুরোহিত ভাতাও চালু করতে চলেছে রাজ্য সরকার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আজ বুধবার বিধানসভায় ফিরহাদ হাকিম বলেন, 'ওয়াকফ বোর্ডের ধাঁচে সব মন্দিরে ট্রাস্ট এক হলে কমিটি বা বোর্ড গঠন করা যেতে পারে। সব ট্রাস্ট এক হলে পুরোহিত ভাতা প্রদান করা সম্ভব। সে ক্ষেত্রে রাজ্য সরকারের ভাতা প্রদান করতে কোনও অসুবিধা থাকবে না।'


এবারের লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূলের হাতছাড়া হয়েছে। আর সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত সরকারের। এমনটাই মনে-করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.