Header Ads

‘কাটমানি’ প্রসঙ্গে এবার মমতাকেই ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে নজরুল মঞ্চের সভা থেকে দলিও কর্মীদের উদ্দেশে তৃণমূল প্রধান মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দলের কোনও নেতা যদি কাটমানি নেন, তাহলে বরদাস্ত করবেন না তিনি। যাঁর দিকে অভিযোগের আঙুল উঠবে, তাঁকে রেয়াত করা হবে না। আর এর পরেই কাটমানি ঝড়ে উত্তাল রাজ্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলে টাকা ফেরতের দাবী নিয়ে রাস্তায় নামেন মানুষ। শুরু হয় বিক্ষভ,ভাংচুর। এই ঘটনায় তৃণমূল নেতারা পরেছেন মহা ঝামেলায়। এই ঘটনায় এবার সরাসরি তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধেই তোপ দাগলেন দলের এক প্রাক্তন কাউন্সিলর।
 মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌ রায়। অভিযোগ এলাকার এক প্রোমোটার ফোনে মৌ রায়ের কাছে কাটমানির টাকা ফেরত চান। ওই প্রোমোটারের অভিযোগ, ওই এলাকায় একটি ফ্ল্যাট তৈরির সময় দু'দফায় মৌ রায়কে সাড়ে তিন লাখ টাকা দিয়েছিলেন তিনি।যদিও প্রোমোটারের আনা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন মৌ রায়। তার কথায়, “দিদি কাটমানি ফেরত দেওয়ার কথা বলে বিপদে ফেলেছেন। আমরা অসহায় এবং অস্বস্তিবোধ করছি। দিদি যদি মনে করে থাকেন, তিনি একাই সত্ তাহলে ভুল। আমাদের মত কিছু মানুষ আছে যারা আজ বিপদে পড়েছে। আমরা এখন চরম সঙ্কটে এবং আতঙ্কে আছি”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.