Header Ads

শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে! ৫ জুলাই জানা যাবে বেতন বৃদ্ধির পরিমাণ।

নজরবন্দি ব্যুরো: শুক্রবার শিক্ষামন্ত্রী, পৌরমন্ত্রী, বিরোধী নেতা  আবদুল মান্নান ও সুজন চক্রবর্তীর সাথে বৈঠক করেন এসএসকে-এমএসকে-এএস শিক্ষকরা।
রাজ্যের এসএসকে-এমএসকে-এএস শিক্ষকদের ও মাদ্রাসা এসএসকে-এমএসকে ও পৌরসভার এসএসকে-এমএসকে শিক্ষকদের বেতনবৃদ্ধি ও শিক্ষা-দফতরে অন্তর্ভুক্তির দাবীতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় ১২—১৮ ই জুন বিকাশভবনের সামনে ধর্না কর্মসূচী পালিত হয়।
তারপরে গত ১৭ই জুন বিকাশভবন অভিযান ফলে আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী ধর্না মঞ্চে আসেন। তিনি আন্দোলনকারীদের দাবি কার্যত মেনে নিয়ে আরও ১৫ দিন সময় চেয়ে নেন।
এমতাবস্থায় আন্দোলন শেষের আজ নবম দিনে শিক্ষামন্ত্রী সকালে আন্দোলনকারী নেতাদের বৈঠকে ডাকেন।
তিনি বলেন আপনাদের বেতনবৃদ্ধি সহ অন্যান্য দাবী সরকার মেনে নিচ্ছে। শিক্ষামন্ত্রীর কথা মতো আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ মিটিং হবে ৫ জুলাই। সেদিন জানা যাবে বেতন বৃদ্ধির পরিমাণ হল এবং বাকী দাবী কতটা মেনে নিলো রাজ্য সরকার। আন্দোলনকারীদের দাবি, সম্মানজনক বেতনবৃদ্ধি ও শিক্ষা-দফতরের সঙ্গে যুক্ত না করলে এই প্রতিবাদ আন্দোলন আরও তীব্র আকার নেবে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.