আসছে বর্ষা, ডেঙ্গি থেকে বাঁচতে কি করবেন।
নজরবন্দি ব্যুরোঃ আসছে বর্ষা। আর তার সাথে প্রকোপ বাড়বে ডেঙ্গির। কেবল শহর কলকাতাই নয়, শহরতলি, প্রত্যন্ত জেলা ও গ্রামগুলিও এই অসুখে ভুক্তভোগী। ডেঙ্গি নিয়ে প্রতি বছরই স্বাস্থ্য দফতর ও পুরসভা নানা সচেতনতা সতর্কতা জারি করে। চলে নানা বৈঠক ও কর্মশালাও। তবুও ডেঙ্গির প্রকোপ আটকানো কঠিন হয়ে দাঁড়ায়। সরকারি কর্মসূচি তো বটেই, ডেঙ্গি থেকে দূরে থাকতে কিন্তু আপনাকেও কিছু পদক্ষেপ করতেই হবে। কোন কোন উপায় অবলম্বনে তা সম্ভব? কেমন তা?
বাড়ির আসে পাশে জমা জল ফেলে দেওয়ার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে সেখানে ব্লিচিং পাউডার, মশার লার্ভা নষ্ট করার কীটনাশক ঢেলে দিন। ঝোপ ঝাড় থাকলে সেখানে ওই কীটনাশকটি জলে গুলে নিয়ে স্প্রে করে দিন। আপনার বা আপনার পরিবারের কারো জ্বর, গায়ে, হাত-পায় ব্যথা হলে ভালো চিকিত্সকের পরামর্শ নিন। অযথা নিজে ওষুধ কিনে এনে খাবেন না বা খাওয়াবেন না। এতে বিপদ বাড়তে পারে।ব্লিচিং, কীটনাশক বা তেলে ভরসা করুন, তবে তার চেয়েও বেশি জোর দিন আগাছা পরিষ্কারে।শিশুদের তো বটেই, বাইরে বেরলে নিজেরাও চেষ্টা করুন ফুল হাতা জামা-কাপড় পরতে।
রাসায়নিক দেওয়া মশা নিরোধক ক্রিম মাখানোর চেয়ে ঘরোয়া কিছু উপায়ে মশা দমন করুন। তবে ভেষজ কোনও কোনও ধূপেও মশা যায়। সে সব প্রয়োগ করতেই পারেন। বাড়িতে মশা নিরোধক তেল ব্যবহারের আগে চিকিত্সকের পরামর্শ নিন।
বাড়ির আসে পাশে জমা জল ফেলে দেওয়ার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে সেখানে ব্লিচিং পাউডার, মশার লার্ভা নষ্ট করার কীটনাশক ঢেলে দিন। ঝোপ ঝাড় থাকলে সেখানে ওই কীটনাশকটি জলে গুলে নিয়ে স্প্রে করে দিন। আপনার বা আপনার পরিবারের কারো জ্বর, গায়ে, হাত-পায় ব্যথা হলে ভালো চিকিত্সকের পরামর্শ নিন। অযথা নিজে ওষুধ কিনে এনে খাবেন না বা খাওয়াবেন না। এতে বিপদ বাড়তে পারে।ব্লিচিং, কীটনাশক বা তেলে ভরসা করুন, তবে তার চেয়েও বেশি জোর দিন আগাছা পরিষ্কারে।শিশুদের তো বটেই, বাইরে বেরলে নিজেরাও চেষ্টা করুন ফুল হাতা জামা-কাপড় পরতে।
রাসায়নিক দেওয়া মশা নিরোধক ক্রিম মাখানোর চেয়ে ঘরোয়া কিছু উপায়ে মশা দমন করুন। তবে ভেষজ কোনও কোনও ধূপেও মশা যায়। সে সব প্রয়োগ করতেই পারেন। বাড়িতে মশা নিরোধক তেল ব্যবহারের আগে চিকিত্সকের পরামর্শ নিন।
Loading...
কোন মন্তব্য নেই