Header Ads

লিখিত পরীক্ষা ছাড়া প্রচুর নিয়োগ রেলে, তাড়াতাড়ি করুন

নজরবন্দি ব্যুরো: রাজ্যে প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে। দীর্ঘ দিন সেভাবে নিয়োগ নেই রাজ্যে। তার উপর একাধিক পরীক্ষাতে অনিয়মের অভিযোগ উঠেছে। স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে এই রাজ্যের পরীক্ষার্থীদের। এইরকম পরিস্থিতির মধ্যে বড় খবর শোনাল রেল।
এবার ভারতীয় রেলের পূর্ব শাখাতে এবার প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে।
তবে পরীক্ষা দিয়ে নয়, শুধুমাত্র একটি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে এই নিয়োগ। একনজরে দেখে নেওয়া যাক পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে কোন-কোন পদে কর্মী নিয়োগ হতে চলেছে।

নার্সিং সুপারিনটেনডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, অপথ্যালমিক টেকনিশিয়ান কাম অপটিশিয়ান, পারফিউশনিস্ট, ফার্মাসিস্ট, এইচ অ্যান্ড এম আই, অপটোমেট্রিস্ট, হেমোডায়ালিসিস টেকনিশিয়ান।

যদিও এই নিয়োগ প্রথম পর্যায়ে থাকবে চুক্তিভিত্তিক। ইন্টারভিউয়ের তারিখ আগামী ২০ এবং ২১ জুন, অর্থাৎ কাল ও পরশু। বি আর সিং হাসপাতালে সকাল ১০টা থেকে হবে এই ইন্টারভিউ। কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স-সীমার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন রেলের সাইটেই।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.