Header Ads

১১ বাঙালির দাদাগিরি তে ধরাশাহী ক্যারিবিয়ানরা।

নজরবন্দি ব্যুরোঃ একদিনের ক্রিকেটে রেকর্ড রান তাড়া করে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে আনল সাকিবরা। প্রথমে বল হাতে মুস্তাফিজুর রহমান, সইফউদ্দিন, সাকিবদের দাপট থাকলেও তিনশোর গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সাকিব আল হাসানের সেঞ্চুরি আর লিটন দাসের দুরন্ত হাফ সেঞ্চুরিতে টনটনে বাজিমাত করল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরল বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই পারফরম্যান্সে নজর কাড়ছিল বাংলাদেশ। কিন্তু কখনও বৃষ্টি আর কখনও অল্পের জন্য হারের জেরে এই ম্যাচটি কার্যত মরণ-বাঁচন ম্যাচে পরিণত হয়েছিল বেঙ্গল টাইগারদের জন্য।
 সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এদিন জিততেই হত। কিন্তু, ম্যাচের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মোর্তাজার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ক্যারিবিয়ানরা। গেইল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও, লুইস-হোপ এবং হেটমেয়েরের অর্ধশতরানের ইনিংসে ভর করে ৩২১ রানের বিশাল স্কোর খাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। হোপ করেন ৯৬ রান। লুইস ৭০ এবং হেটমেয়ের ৫০ রানে আউট হন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন সৈফুদ্দিন এবং মুস্তাফিজুর।রান তাড়া করতে নেমে প্রথম জুটিতে ৫২ রান করে তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
 ২৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে রাসেলের বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরেন যান সৌম্য। এরপরে ব্যাট করতে নামেন শাকিব। শুরু থেকেই ঝড় উঠেছে তাঁর ব্যাটে। স্ট্রাইক রেট কখনও ১০০-র নিচে নামেনি।২০১৯ বিশ্বকাপে তৃতীয় ক্রিকেটার হিসেবে জোড়া সেঞ্চুরি করে ফেললেন শাকিব। শাকিবের সঙ্গ দিয়েছেন লিটন দাস। তাঁর ব্যাটেও এদিন ঝড় উঠেছে। লিটন দাস ৬৯ বলে ৯৪ রান করেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.