Header Ads

মোদীর মন্ত্রীসভার ২২ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা!

নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় বার বড় রকমের জয় পেয়ে দেশের ক্ষমতায় বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৫৬ জনের নতুন মন্ত্রীসভা শপথ নিয়েছে দু-দিন আগে। ওই মন্ত্রীসভার মধ্যে ২২ জনের বিরুদ্ধেই রয়েছে একাধিক ফৌজদারি মামলা। যা গত পাঁচ বছরের মন্ত্রীসভার তুলনায় অনেকটাই বেশি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক মন্ত্রীর বিরুদ্ধে আছে একাধিক গুরুতর মামলা।
কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নেওয়া ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর সাদামাটা জীবনযাত্রা নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এর পাশাপাশি এটাও বলে রাখা ভাল, এই প্রতাপ ষড়ঙ্গীর বিরুদ্ধেই রয়েছে ৭ টি গুরুতর ফৌজদারি অপরাধের মামলা।
যার মধ্যে অন্যতম, ওড়িশায় গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস এবং তাঁর সন্তানদের পুড়িয়ে মারা এবং দাঙ্গা বাধানোর মতো চাঞ্চল্যকর গুরুতর অভিযোগ। এই সমস্ত তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে।
১৯৯৯ সালে অস্ট্রেলীয় ধর্মযাজক গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে জ্যান্ত পুড়িয়ে মারার মামলায় নাম জড়ায় প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর। তবে ষড়ঙ্গী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.