Header Ads

ফের রণক্ষেত্র ভাটপাড়া, বাম-কংগ্রেসের শান্তি মিছিলে পুলিশি বাধা।

নজরবন্দি ব্যুরো: ভাটপাড়ায় শান্তির দাবিতে বাম-কংগ্রেসের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল কাঁকিনাড়ায়। মিছিল কিছুটা এগোনোর পরেই আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে চলে মিছিল।
পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয়। মিছিলে রয়েছে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,  সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্ররা। ভাটপাড়ার পুরসভার সামনেও আরও একবার মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। পরে পুলিশ কমিশনার বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের সঙ্গে কথা বলেন। যদিও পুলিশি বাধা পেরিয়েই মিছিল এগিয়ে চলে। এরপর থানায় বাম-কংগ্রেস প্রতিনিধি দল একটি স্মারকলিপি জমা দেয়।

প্রসঙ্গত, সম্প্রতি ভাটপাড়ায় চলতে থাকা রাজনৈতিক হিংসার প্রতিবাদে মঙ্গলবার একযোগে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বাম ও কংগ্রেস। এদিন মিছিলে বিমান বসু বলেন, "শান্তি মিছিলে রং মুছে লোক এসেছে।এই শান্তি মিছিলে সবাই আসতে পারে। তৃণমূলই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছে।
এখন দানবীয় শক্তিরূপে দেখা দিয়েছে বিজেপি। সঙ্গত দিচ্ছে তৃণমূল। এসবের  মোকাবিলায় মিছিল হবে। মানুষ এরই প্রতিবাদ করছে। শান্তি মিছিল বার বার হবে এখানে।"  এর পরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "সব শান্তিকামী মানুষ একসঙ্গে পা মিলিয়েছে। পথই পথ দেখাবে।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.