মৃত্যুর দায় ডাক্তারদের নয়, স্বয়ং মুখ্যমন্ত্রীর: বিজেপি
নজরবন্দি ব্যুরো: রোগীর আত্মীয়দের মারে গুরুতর আহত এনআরএস হাসপাতালের জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। আর এর পরেই ডাক্তাররা কর্মবিরতির ডাক দেয়। চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে বিপদের মুখে পড়ে গিয়েছেন রাজ্যের অগণিত সাধারণ মানুষ।
এই প্রসঙ্গে বিজেপির সাফ কথা,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনমনীয়তা না দেখাতেন তবে এই ঘটনা মাত্রা ছাড়াত না বলে মনে করে রাজ্য বিজেপি। বিজেপির সাফ কথা, ১০ জুনের ঘটনার পর-পরই মুখ্যমন্ত্রীর চিকিৎসক ছাত্রদের সঙ্গে আলোচনার দরকার ছিল। কিন্তু তিনি তা না করে ১৩ জুন এস এস কে এম হাসপাতালে গিয়ে ছাত্রদের হোস্টেল খালি করার ভয় দেখান। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর থেকে এই আচরণ আসা করা যায় না।
রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সোমবার বলেন, ১০ জুনের ঘটনার পর একবারের জন্যেও ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন না এন আর এসে। বরং ১৩ জুন এস এস কে এমে তিনি হুমকি দিলেন। আজ (সোমবার) এমন বাড়তি আর কি বলেছেন। এই কথাগুলি হাসপাতালে গিয়ে বললে সমস্যা থাকত না। কতগুলি প্রাণ বেঁচে যেত। যে প্রাণ গিয়েছে, তাঁর দায় জুনিয়র ডাক্তারদের নয়, মুখ্যমন্ত্রীর।
এই প্রসঙ্গে বিজেপির সাফ কথা,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনমনীয়তা না দেখাতেন তবে এই ঘটনা মাত্রা ছাড়াত না বলে মনে করে রাজ্য বিজেপি। বিজেপির সাফ কথা, ১০ জুনের ঘটনার পর-পরই মুখ্যমন্ত্রীর চিকিৎসক ছাত্রদের সঙ্গে আলোচনার দরকার ছিল। কিন্তু তিনি তা না করে ১৩ জুন এস এস কে এম হাসপাতালে গিয়ে ছাত্রদের হোস্টেল খালি করার ভয় দেখান। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর থেকে এই আচরণ আসা করা যায় না।

No comments