Header Ads

দলবদলের পরেই দল-নেত্রীর বিরুদ্ধে 'কথার খেলাপের' অভিযোগ আনলেন বিপ্লব মিত্র!

নজরবন্দি ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো দল চালাচ্ছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক বিপ্লব মিত্র। সোমবার দিল্লিতে যোগ দিলেন বিজেপিতে। আর তার পরই প্রথম বোমা ছুঁড়লেন প্রাক্তন দল-নেত্রীকে লক্ষ্য করে। তিনি দল-নেত্রীর বিরুদ্ধে কথার খেলাপের অভিযোগ আনলেন।

এদিন পুরনো দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিপ্লব-বাবু।
বলেন, লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে প্রার্থী না করতে অনুরোধ করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা সেকথা গুরুত্ব দেন নি। বলেছিলাম, সাংসদ হিসাবে অর্পিতার সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগাযোগ গড়ে ওঠেনি। ২০১৭ সালের বন্যায় তাঁকে এলাকায় দেখা যায়নি। আমরা মাঠে ময়দানে নেমে পরিস্থিতি সামলেছি।

বিপ্লববাবুর দাবি, 'অর্পিতা ঘোষকেই বালুরঘাটে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাত ধরে বলেন, আপনাকে রাজ্যসভায় পাঠাব।' বিপ্লববাবুর অভিযোগ, কিন্তু লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর উত্তরবঙ্গে প্রথম জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকেই।
যেখানে সব থেকে কম ভোটে হেরেছে তৃণমূল।
এর পরে তিনি জানান, লোকসভা নির্বাচনের আগেই তাঁকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এমনকি বালুরঘাট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন মুকুল বাবু। কিন্তু তখন দলবদল করেননি তিনি। করলে অন্তত ১ লক্ষ ভোটে বিজেপি জিতত বলে দাবি করেন তৃণমূলের এই প্রাক্তন সৈনিক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.