ডিসেম্বরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বরুণ ধাওয়ান। কার সাথে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ পরিচালকের ছেলে হিসেবে নয়, নিজের অভিনয় দক্ষতা দিয়েই হিন্দি ছবির জগতে জনপ্রিয় হয়ে উঠেছেন বরুণ ধাওয়ান। তবে এবার সিনেমা সংক্রান্ত কোনও কারণে নয়। শোনা যাচ্ছে, রিয়েল লাইফে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের হার্টথ্রব।ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে বরুণের প্রেম অনেক দিনের, আর তাঁকেই এবার বিয়ে করতে চলেছেন বরুণ। সুত্রের খবর ডিসেম্বরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জুনিয়র ধাওয়ান।
যা শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়, তবে আরও একটি গ্র্যান্ড ওয়েডিংয়ের সাক্ষী থাকতে চলেছেন অনুরাগীরা।আপাতত স্ট্রিট ডান্সার থ্রিডি ছবির প্রস্তুতিতে ব্যস্ত বরুণ ধাওয়ান। তবে জানা গিয়েছে, নির্মাতাদের ছবির শুটিংয়ের দিনক্ষণ বদল করার অনুরোধ করেছেন অভিনেতা। পরিচালক রেমো ডিসুজার সঙ্গে কথাও বলেছেন তিনি। ডিসেম্বরে বিয়ের পরই নাকি রিল লাইফের দুনিয়ায় ফিরতে চান বরুণ।


No comments