Header Ads

মুখ্যমন্ত্রীর জোটবার্তা নিয়ে কি বললেন সাংসদ অধীর? পড়ুন

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে এই রাজ্যে ফুটেছে পদ্ম। হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতাদের। আর এর পর থেকে বেশ চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বিজেপিকে ঠেকাতে বাম-কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আগাগোড়া তিনি তৃণমূল নেত্রীর বিরোধী বলেই সবাই জানেন। এবার জোটের প্রস্তাব নিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছেন তিনি। বৃহস্পতিবার সংসদে প্রবেশের সময়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, "কোনও প্রতিশ্রুতি দিয়ে এবং সেখান থেকে সরে যাওয়া মুখ্যমন্ত্রীর স্বভাব।"

এবারের লোকসভা ভোটে বিপর্যয়ের পর জোড়াফুল ছেড়ে বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যরা এখন পদ্ম শিবিরে নাম লেখাতে চাইছেন। ঠেলার নাম বিজেপি। বুঝছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে চির শত্রু বাম ও প্রাক্তন জোটসঙ্গী কংগ্রেসকে কাছে টানার বার্তা দিলেন দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভা অধিবেশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বিরোধী বাম ও কংগ্রেস বিধায়কদের যৌথভাবে লড়ার আহ্বান জানান। তিনি বলেন "সিপিআই(এম) ও কংগ্রেস দেশটাকে ভাঙবে না। আমার ভয় হচ্ছে, ওরা (বিজেপি) সংবিধান না বদলে দেয়। আমাদের যৌথভাবে লড়ার দরকার।"

বঙ্গে বিজেপির উত্থানের পিছনে তৃণমূল নেত্রী মমতার হাত আছে বলে মনে করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ব্যর্থতার কারণেই বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি বাড়তে পেরেছে। যে উপায়ে বাংলায় বিজেপি এগিয়েছে তার জন্য সম্পূর্ণভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.