Header Ads

আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে? সুরক্ষিত থাকুন গুগুলের সহায়তায়। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ আপনি ইন্টারনেট ব্যাবহারকারী? সোশ্যাল মিডিয়ায় সক্রিয়? আছে বিভিন্ন একাউন্ট আর তাঁর পাসওয়ার্ড? তাহলে নিশ্চই আপনি চিন্তিত আপনার পাসওয়ার্ড নিয়ে। কারন বেশ কয়েকদিন ধরেই বহু ইউজারের পাসওয়ার্ড আর ইউজার নেম হ্যাক হওয়ার খবর সামনে আসছে।
কিন্তু এবার আপনার সামনে নতুন দিগন্ত খুলে দিল গুগুল! আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না তা জানতে পারবেন গুগুলের নতুন প্রযুক্তিতে। আপনার একাউন্ট কে সুরক্ষিত করতে গুগুলের এটি একটি অসাধারণ উদ্যোগ।
কি করে জানবেন আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা?
প্রথমে গুগুল ক্রোমের লেটেস্ট ভার্সান ডাউনলোড করুন কম্পিউটারে। এরপর গুগুল ক্রোম স্টোরে যান। সেখানে সার্চ করুন পাসওয়ার্ড চেক আপ। তারপর ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করে ইন্সটল করুন। ব্যাস হয়েগেল সব কিছু!
এবার আপনি গুগুল ক্রোম থেকে আপনার একাউন্টে লগ ইন করলে যদি একটি লাল আলো(সিগন্যাল) জ্বলে ওঠে তাহলে
বুঝবেন আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে। এবার আপনি যতক্ষন না আপনার পাসওয়ার্ড বদলে ফেলছেন ততক্ষন কিছুতেই লাল সিগন্যাল সবুজ হবেনা। সবুজ হলেই জানবেন পুনরায় আপনার একাউন্ট সুরক্ষিত এবং আপনার নিয়ন্ত্রনে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.