Header Ads

দিদির কথায় অনুপ্রনিত হয়ে কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে গুলিতে জখম ৫।

নজরবন্দি ব্যুরোঃ ভরা সভাতে দিদি বলেছিলেন যারা তোলা বা কাটমানি নিয়েছেন তারা সেই টাকা ফেরত দিন। সংবাদ মাধ্যমের দৌলতে সেই কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে রাজ্যের প্রতিটি গ্রাম আর শহরে। সেদিনের সেই কথা শুনে অনেকেই ধন্য ধন্য করেছিলেন আর অনেক জাইগাতে দিদির কথাই অনুপ্রাণিত হয়ে নেতাদের কাছে টাকা ফেরতের জন্য দাবী জানাতে গিয়েছিলেন। যেমন গিয়েছিলেন দুবরাজপুরের রসুলপুরের কিছু মানুষ।অভিযোগ উঠেছে ১০০ দিনের প্রকল্পে টাকা তছরুপের।

 আর তা ফেরত দেওয়ার দাবিতে দুবরাজপুরে পঞ্চায়েত প্রধান এবং সদস্যের বাড়ি ঘেরাও করেন তারা।কিন্তু উত্তেজনা একটা সময় এমন চরম অবস্থায় পৌঁছয় যে, পঞ্চায়েত প্রধান ও সদস্যের সাগরেদরা ছররা গুলি চালায় বলে অভিযোগ। গ্রামবাসীদের ভয় দেখাতে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই এক মহিলা-সহ ৫ জন জখম হন। তাঁদেরকে সিউড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।এই রকম ঘটনা রাজ্যে হইত আগামী দিনে আরও ঘটবে। এবার এই কারণে যদি কারো মৃত্যু হয় তাহলে তাঁর দায়িত্ব কে নেবেন? প্রশ্ন এখন সেটাই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.