বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নুসরত। কি লিখলেন ছবির নিচে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ তুরস্কের বোদরুমে গতকাল পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। টলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরতের প্রিয় বান্ধবী মিমি । ডিজাইনার লাল লেহেঙ্গা, মানানসই গয়না, ফুলের মালায় সেজেছিলেন নুসরত। নিখিলের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি। নিজের বিয়ের প্রথম ছবি শেয়ার করে নায়িকা লিখলেন "টুওয়ার্ডস আ হ্যাপিলি এভার আফটার উইথ নিখিল জৈন"। দেখুন সেই ছবি।
কোন মন্তব্য নেই