Header Ads

বিশ্বকাপে ২৪ জনের কমেন্ট্রি প্যানেলে মহারাজ।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে আইসিসি'র ২৪ জনের কমেন্ট্রি প্যানেলে জায়গা পেলেন দাদা। ভারত থেকে মোট তিন জন সুযোগ পেয়েছেন এই দলে । সৌরভ ছাড়া বাকি দু'জন হলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ও ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হার্ষা ভোগলে।
প্রথম অ-ব্রিটিশ নাগরিক হিসাবে এমসিসি'র সভাপতি হতে চলা কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার এমমাত্র প্রতিনিধি আইসিসি'র ধারাভাষ্যকারদের তালিকায়। পাকিস্তানের ওয়াসিম আক্রম ও রাজিম রাজা এবং বাংলাদেশের আথার আলি খান রয়েছেন এই প্যানেলে। এক নজরে দেখেনিন আইসিসি'র প্রকাশিত ধারাভাষ্যকারের তালিকা:
 নাসের হুসেন, মাইকেল ক্লার্ক, ইয়ান বিশপ, সৌরভ গঙ্গোপাধ্যায়, মেলানি জোনস, কুমার সাঙ্গাকারা, মাইক আথারটন, অ্যালিসন মিচেল, ব্রেন্ডন ম্যাকালাম, গ্রেম স্মিথ, ওয়াসিম আক্রম, শন পোলক, মাইকেল স্ল্যাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহ, পমি মবাঙ্গওয়া, সঞ্জয় মঞ্জরেকর, হার্ষা ভোগলে, সাইমন ডুল, ইয়ান স্মিথ, রামিজ রাজা, আথার আলি খান ও ইয়ান ওয়ার্ড।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.