Header Ads

এই রায়ে স্পষ্ট সারদার টাকা কারা খেয়েছে! প্রতিক্রিয়া সোমেন মিত্রের

নজরবন্দি ব্যুরো: সারদার টাকা কারা খেয়ে সততার প্রতীক হয়েছিল, সেটা এখন বোঝা গেল। শীর্ষ আদালতের রায়কে এভাবে স্বাগত জানিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
এদিন সুপ্রিম কোর্টে বড় রকমের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার।
দেশের শীর্ষ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের অবসর-কালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না এই নির্দেশ দিয়েছেন। তবে আগামী সাতদিনের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।
নির্দেশ দেশের শীর্ষ আদালতের। আগামী সাতদিন কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করা সম্ভব নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের।
এই রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সোমেন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বার্থ না থাকলে সেদিন তিনি তৎকালীন পুলিশ কমিশনারের বাড়িতে ছুটতেন না এবং রাস্তায় নামতেন না। রাজীব কুমারকে দিয়ে তিনি যে সারদার নথি লোপাট করেছেন যে বিষয়ে দ্বিমত নেই। সুপ্রিম কোর্টের এই রায়ে এবার সেটি প্রমাণিত।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.