গরম থেকে আপাতত স্বস্তি নেই কলকাতাবাসীর।
নজরবন্দি ব্যুরোঃ আপাতত স্বস্তির খবর নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আরও বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্পের যোগান বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি চরম আকার নেবে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয় সংলগ্ন ৫ জেলায় বৃষ্টি চলছে, আগামী চার-পাঁচ দিন সেখানে বৃষ্টি চলবে।
বুধবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশী। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৭ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাই কলকাতার আবহাওয়াই বজায় থাকবে অস্বস্তিকর গরম, দুপুরের দিকে সূর্যের তাপ ভোগান্তি বৃদ্ধি করতে পারে।
Loading...
কোন মন্তব্য নেই