Header Ads

বামেদের দিকে ফের বন্ধুত্বের হাত বাড়াতে চায় কংগ্রেস!

নজরবন্দি ব্যুরো: গেরুয়া ঝড়ে অস্তিত্ব হারিয়ে কংগ্রেস। আরও খারাপ অবস্থা এই রাজ্যের বামেদের। আর তাই ফের দুই দল কাছাকাছি আসার ভাবনায় বিধানভবন। অস্তিত্ব সামাল দিতেই আগামী পুরভোটে বামেদের সঙ্গে আসন ভাগাভাগি পথ খোলা রাখতে চায় এই রাজ্যের কংগ্রেস নেতারা।
সফল হলে ২০১৬-এর প্রতিফলন দেখা যাবে ২১-এও।

এবারের লোকসভা ভোটে দু-দলই চেয়েছিল একসঙ্গে লড়তে। কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। দফায় দফায় বৈঠক করেও নিজেদের মধ্যে আসন সমঝোতা করতে পারেননি আলিমুদ্দিন ও বিধানভবনের নেতারা। তবে দুই দলই ২ টি করে আসন ছেড়ে রেখে ছিল।
যদিও তাতে কংগ্রেসের লাভ হলেও বামেদের কোনও লাভ হয়নি।।তবে গোটা রাজ্যে জোট না হওয়ার ফল কংগ্রেস ও বাম শিবির আজ তাদের অস্তিত্ব প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। কংগ্রেস-সিপিআই(এম), দু-পক্ষেরই ভোটের হার কমেছে। নির্বাচনের ফল ঘোষণার পরেই দেখা গিয়েছে যেখানে বামেরা কংগ্রেসকে সমর্থন করেছিল সেখানে কিছুটা হলেও ভাল ফল করে কংগ্রেস শিবির। ওই ফল থেকেই স্পষ্ট ভোট ভাগাভাগি না হলে দুই দলের লাভ হত বেশি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.