দেশের ১৫ তম প্রধানমন্ত্রীর শপথে দেড় লক্ষ লাড্ডু বিতরণ করল রাজ্য বিজেপি।
নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শপথ নেওয়ার খুশিতে কলকাতায় দেড় লক্ষ লাড্ডু বিতরণ করল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকে বড় বাজারের কলাকার স্ট্রিটের একটি ধর্মশালায় বিজেপির পক্ষ থেকে পথচলতি মানুষদের এই লাড্ডু বিতরণ করা হয়।
রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রায় কয়েকশো কারিগর প্রায় দুদিন ধরে দেড় লক্ষ লাড্ডু বানিয়েছেন। সাধারণ মানুষের হাতে এই লাড্ডু তুলে দিয়ে বিজেপির সাফল্যকে তুলে ধরা হয়েছে বলেই দাবি দলের কর্মকর্তাদের। সাধারণ মানুষের তরফে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলে রাজ্য বিজেপির দাবি।

No comments