১৮তেও বাংলার সেই ২!
নজরবন্দি ব্যুরোঃ এই প্রথমবার বাংলায় দু-অঙ্কের ঘরে পৌঁছেছে বিজেপির লোকসভা সিট সংখ্যা। ২ থেকে সোজা ১৮, সাংসদ সংখ্যা বাড়লেও কেন্দ্রীয় মন্ত্রীত্বের সংখ্যা বাড়ল না বাংলার। স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে উঠছে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ। যদিও এখনই সব সুযোগ শেষ হয়ে যায়নি বাংলার বিজেপি সাংসদদের।২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র দুটো সিট জিতেছিল বিজেপি। দুজনকেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়েছিল বিজেপি সরকার।
কিন্তু এবার বাংলায় বিজেপি সাংসদদের সংখ্যাটা এক লাফে বেড়ে গিয়েছে ১৮তে তাই স্বাভাবিকভাবেই বাংলার মানুষ আশা করছিলেন কম করে একজন পূর্ণমন্ত্রী এবং কম করে তিন-চারজন প্রতিমন্ত্রী পাবে রাজ্য। কিন্তু এমনটা হয়নি। আর তাতেই কিছুটা হলেও মনক্ষুন্ন বাংলার মানুষ। এমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

No comments