তৃণমূল নেতাকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: তৃণমূল করার জন্য স্থানীয় তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এখানেও অভিযুক্ত বিজেপি। অভিযোগ, মারের চোটে আক্রান্ত তৃণমূল নেতার পায়ের হাড় ভেঙে যায়।
তাঁকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি ২ নম্বর অঞ্চলের সিয়ারা গ্রামে। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম প্রভাত সাঁতরা বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। তিনি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের স্বামী। অভিযোগ, ভোটের ফলাফলের পরই এদিন ওই ব্যক্তির উপর চড়াও হয় বিজেপির লোকজন।
আক্রান্ত তৃণমূল নেতার দাবি, এখন আর তৃণমূল করা যাবে না বলে হুঁশিয়ারি দেয় বিজেপির সমর্থকরা। যদিও হামলার কথা অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতারা। তারা পাল্টা দাবি করেছে, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে।
তাঁকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি ২ নম্বর অঞ্চলের সিয়ারা গ্রামে। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম প্রভাত সাঁতরা বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। তিনি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের স্বামী। অভিযোগ, ভোটের ফলাফলের পরই এদিন ওই ব্যক্তির উপর চড়াও হয় বিজেপির লোকজন।

No comments