Header Ads

যুযুধান সব্যসাচী বনাম সুজিত! কে কাকে দল থেকে বার করবে? ভবিষ্যৎ কি বিজেপি?

নজরবন্দি ব্যুরোঃ ঘাসফুল থেকে পদ্মফুলে যাওয়ার অনেক খবর হাওয়ায় ভাসলেও সব্যসাচী দত্ত আজও রয়েছেন তৃণমূলে। নিজের বিধানসভা আসন থেকে লিডও দিয়েছেন তৃণমূল প্রার্থীকে। বিজেপি ঝড়ের মধ্যেও জিতেছেন কাকলি। ৪২ এ ৪২ আসন জেতার ঘোষণা করা তৃণমূল নেত্রী যখন রাজ্যের পাশাপাশি নিজের গড় সামলাবেন কিভাবে সেটা নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছে তখনই একে অপরকে খোঁচা দেওয়া শুরু করলেন দুই যুযুধান, সব্যসাচী দত্ত এবং সুজিত বসু। 
বারাসাত লোকসভায় জয় পেলেও বিধান সভায় বিধাননগর বিধানসভা আসনে পিছিয়ে পড়েছে তৃণমূল। খোদ সুজিত বসুর এলাকার বিজেপি লিড নিয়েছে ১৮ হাজারেরও বেশি ভোট। অন্যদিকে সব্যসাচী নিজের এলাকায় তৃণমূল কে লিড দিয়েছেন ২৫ হাজার ভোট।
এই ভোট প্রাপ্তি প্রসঙ্গেই সব্যসাচী সুজিত বসুকে আক্রমন করে বলেন, "ও ফেল করেছে। তাই দল থেকে ওকে বের করে দেওয়া উচিত।"
সব্যসাচীর অভিযোগ, বারাসত কেন্দ্রে নিজেকে কাণ্ডারী মনে করেছিল ও। যে নিজেকে কাণ্ডারী মনে করে তাঁর নিজের বিধানসভায় ১৮ হাজার ভোটে দল পিছিয়ে থাকে কিভাবে? এর পর মনে হয় না দল তাঁকে রাখবে।" সব্যসাচীর পাল্টা সুজিত বলেন "ওর কথার উত্তর দেবনা, যা বলার দলনেত্রীকে বলব, তাছাড়া ও যে ওয়ার্ডের কাউনসিলার সেই ৩১ নম্বর ওয়ার্ডেও পিছিয়ে রয়েছে দল।"
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর দেখা যায় রাজ্যের ১২৯ টি বিধানসভায় এগিয়ে গেছে বিজেপি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.