তৃণমূল ছাড়তে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সুপর্ণ মৈত্র!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূলের ভাঙন প্রকাশ্যে আসে। দেখা যায় একে একে দল ছাড়ছেন তৃণমূলের বহু নেতা-কর্মী। এবার তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন ন্যাসকমের প্রাক্তন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সুপর্ণ মৈত্র।
তৃণমূল সূত্রে খবর, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দল ছাড়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সুপর্ণ মৈত্র গত প্রায় দেড় বছর ধরে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলে। তবে কি কারণে তিনি দল ছাড়লেন তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর এই দল ছাড়ার ফলে তৃণমূল যে বেশ চাপে পড়ে গেল তা বলাই যায়।
প্রসঙ্গত, সুপর্ণ মৈত্র গত প্রায় দেড় বছর ধরে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলে। তবে কি কারণে তিনি দল ছাড়লেন তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর এই দল ছাড়ার ফলে তৃণমূল যে বেশ চাপে পড়ে গেল তা বলাই যায়।

No comments