বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ডেভিড ওয়ার্নার।
নজরবন্দি ব্যুরোঃ শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। তার আগে বৃহস্পতিবার ফিটনেশ পরীক্ষায় সমস্যায় পরেন দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ফিটনেশ পরীক্ষায় ধরা পড়েছে ডান হিপে ব্যাথা রয়েছে ওয়ার্নারের। আর এই কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে জাস্টিন ল্যাঙ্গার বলেন, 'অজি জার্সিতে বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে ওয়ার্নার। তবে ডান পায়ের হিপে ব্যাথা অনুভব করার তাঁকে নিয়ে এখনই কোনও চূ়ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।'
এই প্রসঙ্গে জাস্টিন ল্যাঙ্গার বলেন, 'অজি জার্সিতে বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে ওয়ার্নার। তবে ডান পায়ের হিপে ব্যাথা অনুভব করার তাঁকে নিয়ে এখনই কোনও চূ়ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

No comments