Header Ads

আগাম জামিন পাবেন রাজীব কুমার? জামিনের আবেদন আদালতে

নজরবন্দি ব্যুরো: অবশেষে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন কলকাতার প্রাক্তন বিতর্কিত পুলিশ কমিশনার রাজীব কুমার। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।
যদিও এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাত দিনের সময় চেয়ে নিয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার।
কিন্তু সেই সময় দিতে চায়নি সিবিআই। পরে জানা যায়, ফের ২-১ দিনের মধ্যেই নোটিশ পাঠাতে পারে সিবিআই। মঙ্গলবার বেলা গড়াতেই সিবিআই-এর একটি টিম পৌঁছে যায় ভবানী ভবনে।

রাজীব কুমারকে এর আগে বহুবার নোটিশ পাঠানো হয়। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু তারপরেও অনুপস্থিত ছিলেন রাজীব কুমার। তিনি সময় চেয়ে নেন।
যদিও এতদিন সময় দিতে একেবারেই রাজি নয় সিবিআই। জেরার পর্ব দ্রুত সম্পন্ন করতে চায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ফের সিবিআই-এর একটি দল ভবানী ভবনে হাজির হয় রাজীব কুমারের খোঁজে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.