Header Ads

বাংলা থেকে মন্ত্রী হতে পারেন দিলীপ-শান্তনু-কুনার হেমব্রম

নজরবন্দি ব্যুরোঃ মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে বেশ কয়েকজনের ঠাঁই হবে বলে ইঙ্গিত ছিল আগেই। বৃহস্পতিবার সকালে তাঁদের নাম নিয়ে জল্পনা আরও বাড়ল। সূত্রের খবর, বাবুল সুপ্রিয় এবং এসএস আলুওয়ালিয়া গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন। এছাড়া মন্ত্রী হওয়ার সম্ভাবনা বাড়ছে দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুরের।

মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমও। সুত্রের খবর, বৃহস্পতিবার সকালে এই তিনজনকে ফোন করে রাজঘাটে যেতে বলা হয়। সেখানে রূপা গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। ফোনের সূত্রেই মনে করা হচ্ছে, দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর এবং কুনার হেমব্রমকে গুরুত্ব দিতে চাইছে নতুন মন্ত্রিসভা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.