Header Ads

পার্টি অফিস পুনরুদ্ধারে গিয়ে ঘেরাওয়ের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

নজরবন্দি ব্যুরোঃ বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার কেন্দ্রে জয়ের পরেই বিজেপির বিরুদ্ধে পার্টি অফিস দখল করার অভিযোগ তোলে তৃণমূল। শনিবার দিনহাটার শালমারাতে রাতারাতি দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধারে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানেই স্থানীয়দের ঘেরাওয়ের মুখে পড়তে হয় তাঁকে।কোচবিহার লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিশীথ প্রামাণিক।
 ভোটের ফল বেরনোর পর থেকেই হিংসার ঘটনায় উত্তপ্ত কোচবিহারের একাধিক জায়গা। হামলার ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তবে বিজেপির জেলা সভানেত্রীর দাবি, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেরাই গেরুয়া আবির মেখে এমন কাজ করছে। প্রশাসনকে পদক্ষেপ করতেও অনুরোধ করেছেন মালতি রাভা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.