৭% ভোট পেয়েও এক দিনে দেড়শর বেশি পার্টি অফিস দখল করল বামেরা!
নজরবন্দি ব্যুরো: ভোট বাক্সে রক্তক্ষরণ কবে থামবে তা কারুর জানা নেই। তবু এই নির্বাচনের আগে পর্যন্ত বলার মতন সমর্থক ছিল। কিন্তু এবার সেটাও হারাল বামেরা। বেশিরভাগ বাম সমর্থকদের ঠিকানা এখন গেরুয়া শিবির।
শতাংশের বিচারে সাতের কাছাকাছি। সেই সিপিআই(এম)-ই কিনা এক দিনে সারা রাজ্যে দখল করল নিজেদের ১৬৯টি পার্টি অফিস। যা ভাবলেই অবাক লাগে।
শনিবার পর্যন্ত সিপিআই(এম) এর হিসেব অনুযায়ী, সারা রাজ্যে ১৬৯টি পার্টি অফিসের মাথায় ওড়ানো গিয়েছে লাল পতাকা।
এমনকি তা শুধু নির্দিষ্ট একটা-দুটো জায়গায় নয়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এই ঘটনা ঘটিয়েছে সিপিআই(এম)। কোচবিহারের দিনহাটা , ভেটাগুড়ি থেকে বর্ধমানের দেওয়ানদিঘি, হুগলীর মাহেশ, গোঘাট থেকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর, হাবরা, সর্বত্র দেখা গিয়েছে একই ছবি।
শতাংশের বিচারে সাতের কাছাকাছি। সেই সিপিআই(এম)-ই কিনা এক দিনে সারা রাজ্যে দখল করল নিজেদের ১৬৯টি পার্টি অফিস। যা ভাবলেই অবাক লাগে।
শনিবার পর্যন্ত সিপিআই(এম) এর হিসেব অনুযায়ী, সারা রাজ্যে ১৬৯টি পার্টি অফিসের মাথায় ওড়ানো গিয়েছে লাল পতাকা।

No comments