রবার্ট ভদ্রর বিরুদ্ধে ফের নোটিস ১৭ জুলাইয়ের মধ্যে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ হাইকোটের।
নজরবন্দি ব্যুরোঃ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রর বিরুদ্ধে ফের নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট। রবার্টকে হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি জানান রবার্ট।
আদালত রবার্টের অন্তবর্তী জামিন মঞ্জুর করলেও ১৭ জুলাইয়ের মধ্যে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।ইডির তরফ থেকে এই মামলায় রবার্টে ঘনিষ্ঠ মনোজ আরোরার অন্তর্বর্তী জামিনও খারিজ করার আবেদন জানানো হয় আদালতে।

No comments