নতুন স্বরাষ্ট্রসচিব মমতা ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরো: অত্রি ভট্টাচার্যকে ফেরানো হল না স্বরাষ্ট্র সচিব পদে। তার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব পদে বসতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হচ্ছে সৌরভ দাসকে।
নবান্ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, শেষ দফার ভোটের আগে নজিরবিহীন ভাবে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়। ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব পদে আমলা খোঁজার তৎপরতা শুরু হয়।
দু’এক জনের নাম শোনা গেলেও শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই পদে আনা হল। এতদিন তিনি শিল্প সচিবের দায়িত্বে ছিলেন। তার আগে পরিবহন দফতরের দায়িত্ব সামলেছেন।
প্রসঙ্গত, শেষ দফার ভোটের আগে নজিরবিহীন ভাবে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়। ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব পদে আমলা খোঁজার তৎপরতা শুরু হয়।
দু’এক জনের নাম শোনা গেলেও শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই পদে আনা হল। এতদিন তিনি শিল্প সচিবের দায়িত্বে ছিলেন। তার আগে পরিবহন দফতরের দায়িত্ব সামলেছেন।

No comments