অবশেষে নিজের হবু স্বামীর কথা স্বীকার করলেন অভিনেত্রী সাংসদ নুসরত।
নজরবন্দি ব্যুরোঃ উড়ো খবরের সত্যতা স্বীকার করে নিলেন টলি অভিনেত্রী নুসরত। নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন, মনের মানুষ পেয়ে গিয়েছেন তিনি।সংবাদমাধ্যমে নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু সত্য-মিথ্যা নিয়ে একটা দ্বন্দ্ব ছিলই। সেই দ্বন্দ্ব নিজেই কাটিয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয় মানুষের হাত ধরে ছবি দিয়ে নুসরত্ লিখেছেন, ''স্বপ্নের চেয়েও যখন সুন্দর বাস্তব।
জীবনের সেরা প্রাপ্তি পরস্পরের হাত ধরে কাটানো''। ১৯ থেকে ২১ জুন তাঁদের ইস্তানবুলে বিবাহ আসর। সদ্য বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরত। সোমবার সংসদে নিজেদের প্রবেশাধিকার কার্ড নেন নুসরত ও মিমি দুজনেই। প্রিয় বন্ধুর বিয়েতে ইস্তানবুলে থাকবেন মিমি।


No comments