আবার মাওবাদী হামলা ঝাড়খণ্ডে। আহত ১১ জওয়ান।
নজরবন্দি ব্যুরোঃ আবার মাওবাদী হামলা। ঝাড়খণ্ডের সরাইকেলার কুচাইয়ে এই হামলা হয় ভোর ৪.৫৩ নাগাদ। মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে ২০৯ কোবরা বাহিনীর ৮ জওয়ান এবং ঝাড়খণ্ড পুলিশের ৩ জওয়ান আহত হন।
সকালেই আহত জওয়ানদের চিকিত্সার জন্য হেলিকপ্টারে রাঁচিতে নিয়ে যাওয়া হয়।এদিনের বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments